চুয়াডাঙ্গা জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। প্রতিদিন দেড় থেকে দুই ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমে যাওয়ায় জেলার সর্বত্র তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমেল বাতাসের সঙ্গে সূর্যের অনুপস্থিতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। যদিও কুয়াশার পরিমাণ তুলনামূলক কম ছিল, তবে ঠান্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ বেড়েছে